রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

সিলেটের পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : রেজাই রাফিন সরকার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেছেন, সিলেট বাংলাদেশের পর্যটনের হৃদয়ভূমি। সিলেটের পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, নদী, চা-বাগান এবং আতিথেয়তা দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে।

এখানকার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, ঝরনা, চা-বাগান ও ঐতিহ্য দেশি-বিদেশি পর্যটকদের গভীরভাবে টানে। তিনি বলেন, নব-নির্বাচিত কমিটির নেতৃত্বে সিলেটের পর্যটন শিল্প আরও গতিশীল ও আধুনিক হবে। পর্যটনবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে এ অঞ্চলের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন নেতৃত্বের হাত ধরে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট দেশের পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নগরীর সোবহানী ঘাটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট এর ২০২৫-২৭ এর নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভাপতির বক্তব্যে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সভাপতি হুমায়ুন কবির লিটন বলেন, সিলেটের পর্যটন স্পর্টগুলোতে দেশ ও বিদেশের পর্যটকদের মাঝে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন ট্যুর অপারেটসরা।

ইতিমধ্যেই এই সংগঠনের সদ্যদের মাধ্যমে দেশ ও বিদেশের পর্যটকরা সিলেটের দৃষ্টিনন্দন পর্যটন স্পটগুলোতে তারা আসছে। তিনি বলেন, আগামীতে আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করা হবে এই সংগঠনের পক্ষ থেকে। এই মেলা অংশগ্রহণ করবে দেশ-বিদেশের ট্যুর অপারেটরস ও পর্যটকরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সহ সভাপতি আহমদ হাসান সায়ীম।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম রাফি এবং অর্থ সম্পাদক শফি উদ্দিন এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির ও হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান, ইমজার সেক্রেটারী সাকিব আহমেদ মিটুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সদস্যদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয় এবং সংগঠনের ২০২৫-২৭ সেশনের টোয়াস অভিষেক এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!