প্রথম সকাল ডেস্ক:- বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণান্বিত। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই মুখো আচরণের কারণে সমালোচিত হয়েছেন এ অভিনেত্রী।
এরপর থেকেই অনেকটা আড়ালে চলে যান ভাবনা। সেই আড়াল ভেঙে বেরিয়ে এলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আবার সবর তিনি। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ফেসবুকেও লিখছেন একের এক নানা কথা। প্রকাশ করছেন নিজের আঁকা নানা ছবি ও কাজের তথ্যও।
গত শুক্রবার (১৫ নভেম্বর) একটি অনুষ্ঠানে অংশ নেন ভাবনা। এ সময় অতিথিদের সামনে তুলে ধরেন নতুন প্রেমের কথা। জানান ছবি আঁকতে গিয়েই এবার সবুজ রঙের প্রেমে পড়েছেন এ অভিনেত্রী।
ভাবনা বলেন, ইদানীং সবুজ রঙের প্রেমে পড়ছি। তাই গাছপালা আর প্রকৃতির ছবি আঁকছি৷ তবে ব্যক্তি প্রেমে পড়তে চাই না।