সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল শেভরন কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ আ/গু/ন, বাবা-ছেলে দ-গ্ধ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের জৈন্তা ছড়া এলাকায় শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ আগুন লেগে বাবা-ছেলে গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের ইলামপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন, স্থানীয় বশির মিয়া (৫০) ও তার ছেলে রেদোয়ান মিয়া (২০)। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌমিতা বৈদ্য। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দীন বলে, প্রাথমিকভাবে শেভরনের পাইপলাইনে থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!