সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নুরুন্নবী সরকারকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত চালালে নুরুন্নবী সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—প্রকল্পভেদে ১০-১৫ শতাংশ কমিশন, কোনো কোনো ক্ষেত্রে ৫০ শতাংশ ঘুষ গ্রহণ, প্রকল্প সভাপতিদের অজ্ঞাতে ১৪টি প্রকল্পের দ্বিতীয় কিস্তির সাড়ে ১৬ লাখ টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিআইও’র যৌথ স্বাক্ষরিত অ্যাকাউন্টে জমা রাখা, স্থানীয় সাংবাদিক ও সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ নানা অনিয়মের তথ্য। শাল্লার পিআইও-কে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অ.দা.) হাসিবুল হাসান বলেন, ‘আদেশের অনুলিপি পেয়েছি।’