ধর্ম মন্ত্রণালয় (সিলেট-সুনামগঞ্জ-ব্রাহ্মণবাড়ীয়া) হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু বলেছেন, শারদীয় দুর্গাপূজা আমাদের জাতীয় সংস্কৃতির অংশ। এটি কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের একতা, সহমর্মিতা ও সৌহার্দ্যের প্রতিচ্ছবি। এই উৎসবের মধ্য দিয়ে হাজার বছরের বাঙালি ঐতিহ্যকে আমরা উদযাপন করি।
দেশের প্রতিটি ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করতে পারে, এটাই রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরো বলেন, এই বেদবার্তা শ্রীহট্টের পুরোহিত সম্প্রদায়ের দীর্ঘদিনের ঐতিহ্যের ধারক ও বাহক। প্রতিবছর দুর্গোৎসবের আগ মুহূর্তে এটি প্রকাশ পায় এবং পূজার আয়োজনকে ধর্মীয়ভাবে সমৃদ্ধ করে তোলে।
তিনি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত ‘শারদীয় বেদবার্তা’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শ্রীহট্ট পুরোহিতমণ্ডলীর সভাপতি জয়ন্ত বিজয় চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বেদবার্তা সিলেটের প্রকাশনা সম্পাদক রাকেশ চন্দ্র শর্ম্মা।
স্বাগত বক্তব্য রাখেন, শ্রীহট্ট পুরোহিত মণ্ডলীর সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ভট্টাচার্য্য (চন্দন)। অমিত ত্রিবেদী ও শর্মিলা দেব পুরবীর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গীতা মন্দির সিলেটের সাধারণ সম্পাদক অশোক রঞ্জন চৌধুরী, শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী সিলেটের সহ সভাপতি যশোদা নন্দন চক্রবর্তী, দেবব্রত চক্রবর্তী দেবু, মহালয়া উদযাপন পরিষদ সিলেটের সভাপতি জিডি রুমু, শ্রীহট্ট পুরোহিতমন্ডলী মৌলভীবাজার শাখা সভাপতি পংকজ কান্তি ভট্টাচার্য্য, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নারায়ন চক্রবর্তী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট অশোক গোস্বামী, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী সুমন, সহ আইন বিষয়ক সম্পাদক দিপন আচার্য্য, হিরণ গোস্বামী রিপন, সত্যজিৎ চক্রবর্তী সজিব, রিপন ভট্টাচার্য্য, সুমন চক্রবর্তী, শ্যামা কান্ত চক্রবর্তী, মনমোহন ভট্টাচার্য্য, বিদ্যাভূষণ চক্রবর্তী, নারায়ন চক্রবর্তী, অসিম চক্রবর্তী, প্রদ্যুম্ন ভট্টাচার্য্য, শিপলু শর্মা প্রমুখ। এর আগে শ্রীহট্ট পুরোহিতমন্ডলীর সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদীর পরিচালনায় ধর্মীয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তাগণ শারদীয় ‘বেদবার্তা’ প্রকাশনার জন্য সকল সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আসন্ন দুর্গাপূজায় সকলের জন্য শুভকামনা করেন। বিজ্ঞপ্তি