রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

শান্তিগঞ্জে মটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) পাগলা আউশকান্দি রাণীগঞ্জ সড়কের সিচনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন মিয়া (২৬) ও উপজেলার দরগাপাশা গ্রামের নজরুল ইসলাম (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজিন মিয়া ও নজরুল ইসলাম মোটরসাইকেলে আক্তাপাড়া থেকে শান্তিগঞ্জ বাজারে যাচ্ছিল। এসময় ডাবরঘাট থেকে দরগাপাশাগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!