বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে কলেজ বাসের যন্ত্রপাতি চুরির ঘটনায় ২জন গ্রেফতার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলার মোখলেছুর রহমান ডিগ্রি কলেজের বাসের যন্ত্রপাতি, ডিজেল চুরির ঘটনায় আটককৃত আসামীর জামিন না মনজুর করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ২৯ শে জুলাই তাদের গ্রেফতার করে পুলিশ। এই ঘটনা আটক হওয়া ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাদেরকে গ্রেফতার করে।  আসামীরা হলেন মুবিন খান এবং আল আমিন প্রকাশ আলা মিয়া।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো: মাহবুবুর রহমান বলেন, কলেজের বাস থেকে যন্ত্রপাতির সরিয়ে বিক্রি করার ঘটনায় অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ আসামী ধরার জন্য তৎপর ছিলো। মামলার ২নং ও ৩নং  আসামীকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সুত্র জানিয়েছে, গত ২৩ শে জুলাই রাতে রাতগাঁও এলাকায় মোখলেছুর রহমান ডিগ্রি কলেজের দুটি বাসের বিভিন্ন যন্ত্রপাতি চুরি করে একটি সংঘবদ্ধ চোরচক্র। ফলে কলেজটির ৯’শ শিক্ষার্থী পরিবহন সংকটে কলেজে যাতায়াতের অসুবিধায় পড়ে। এই ঘটনায় গত ২৪ জুলাই মামলা দায়ের করা হলে মোস্তাকিম আহমেদ নামের এক আসামীকে আটক করে পুলিশ। গ্রেফতার হওয়া আসামীকে আদালতে তোলা হলে আদালত আসামীর জামিন না মঞ্জুর করেন।

এদিকে, মোস্তাকিম আহমদের দেয়া তথ্য অনুযায়ী ঘটনার সাথে জড়িত দুই আসামী মুবিন ও আলা মিয়া ধরা পড়ে পুলিশের জালে। তারা স্বীকার করে যে কলেজ বাসের বিভিন্ন যন্ত্রপাতি ও ডিজেল চুরি করে বিক্রি করে দিয়েছিলো।

প্রসঙ্গত, ২০১৪ সালে মৌলভীবাজারে মোখলেছুর রহমান ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়। অভিভাবকরা জানান বিনা বেতনে কলেজের ছাত্রদের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। গ্রামের এ স্কুল কলেজটি এখানে স্থাপন করায় আমাদের ছেলেমেয়েরা মানুষ হতে পারছে। তাই যারা এই কাজটি করেছে তাদের বিচারের আওতায় এনে দ্রুত গতিতে শাস্তির ব্যবস্থা করা হোক।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!