মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:- হবিগঞ্জের মাধবপুরে বাস ও লেগুনার সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জেলার মাধবপুর উপজেলার শাহজী বাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা লেগুনার সঙ্গে সংঘর্ষ হয় বাসের।
নিহতরা হলেন- রুমি আক্তার, ঊর্মি আক্তার ও দিলারা বেগম। তারা পাইওনিয়ার ডেনিম লিমিটেডের জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা লেগুনাকে যাত্রীবাহী বাস এসে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে তিন জন নিহত হন। আহতদের জেলা সদর হাসপাতালে এবং একজনকে সিলেটে মেডিক্যালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।