ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরের রতনপুর এলাকা ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই মাদ্রাসা ছাত্র হাফেজ আশরাফুল ইসলাম মুরাদ ও ইমন মিয়া নিহত হয়েছেন।
তারা দু’জন আপন মামাতো-ফুফাতো ভাই। শায়েস্তাগঞ্জ হাই-ওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান- শনিবার রাত ৮টার দিকে মাধবপুর- সিলেট মহাসড়কের রতনপুর ডাক্তারবাড়ি গেইট এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের কামালদি বাড়ির আবুল কাসেমের ছেলে ও কমলপুর হযরত শাহজালাল(র:) আলীম মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র এবং ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলামের ভাগিনা হাফেজ আশরাফুল ইসলাম মুরাদ (১৫)।
এবং তার ফুফাতো ভাই লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের গিয়াস উদ্দিন মাষ্টারের ছেলে ইমন (১৬)। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার রোববার সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।