সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা সদরের বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বাজার ও আশপাশের বাসিন্দাদের ফেলা ময়লা—আবর্জনায় প্রতিনিয়ত দূষিত হচ্ছে নদীর পানি, চারপাশে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে পরিবেশ নষ্টের পাশাপাশি আশপাশের মানুষজন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
শনিবার সরেজমিনে দেখা যায়, দোয়ারাবাজার-শরিফপুর সড়কের সেতুর দুই পাশে জমেছে বিশাল ময়লার স্তুপ। দুর্গন্ধে সেখানে দাঁড়িয়ে থাকা কষ্টকর। বাজারের কয়েকশ দোকান, শতাধিক বসতবাড়ি ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের আবর্জনা নিয়মিতভাবে নদীতে ফেলা হয়।
স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে ব্যবসায়ী, রেস্তোরাঁ মালিক, মাছ-মাংস ও তরকারি বিক্রেতারা বস্তায় করে ময়লা ফেলছেন নদীতে। পানি বেশি থাকলে স্রোতে ভেসে যায়, কিন্তু পানি কমে গেলে নদীর তীরে বড় বড় স্তুপ তৈরি হয়। এতে দুর্গন্ধে নাকাল এলাকাবাসী, পথচারী ও মসজিদের মুসল্লিরা।
এক ব্যবসায়ী বলেন, বাজারের জন্য নির্দিষ্ট কোনো ময়লা ফেলার জায়গা নেই, তাই বাধ্য হয়েই নদীর পাড়ে ময়লা ফেলতে হয়। পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, নদী দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, বাজারের ময়লা ফেলার জন্য দ্রুত একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা হবে। পাশাপাশি নিয়মিত বাজার কমিটি গঠনও জরুরি।