সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরে ৫০টি অবৈধ স্ট্যান্ড, ৪০ হাজার সিএনজি অটোরিকশা অবৈধ, আগামীকাল থেকে অভিযান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল তিন দেশ তফসিল ঘোষণা, ৬ অক্টোবর বিসিবি নির্বাচন দেশে ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ শিক্ষার্থীর মৃ ত্যু র ঘটনায় সিলেট স্কলার্সহোমে শিক্ষার্থীদের বিক্ষোভ : ৫ দফা দাবি আগামীকাল থেকে নগরীতে অভিযান : অনুমোদনবিহীন কাগজপত্র ছাড়া কোন যানবাহন চলাচল করতে পারবে না চুনারুঘাটে মোটরসাইকেলের মুখোমুখি সং-ঘ-র্ষে নি/হ/ত ১ গোলাপগঞ্জে এমরান চৌধুরীর নেতৃত্বে বিশাল গণমিছিল ছাতকে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সং ঘ র্ষ, আ/হ/ত ১৫ শিক্ষার্থীদের ক্ষোভ এড়াতে রোববার স্কলার্সহোম বন্ধ ঘোষণা

ভারতে মস্তিষ্কখেকো অ্যামিবা’য় ১৯ জনের মৃ ত্যু, লক্ষণগুলো কী?

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

চলতি বছরে ভারতের কেরালায় প্রাইমারি অ্যামেবিক মেনিনজোএনসেফালাইটিস (Primary Amoebic Meningoencephalitis বা PAM)-এর সংক্রমণে ১৯ জনের মৃত্যু হয়েছে।  পিএএম সাধারণত নেগেলেরিয়া ফাউলেরি (Naegleria fowleri) নামের একটি ক্ষুদ্র অ্যামিবার সংক্রমণে হয়, যা প্রায়শই ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ নামে পরিচিত।

 কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভীনা জর্জের মতে, গত বছরের মতো, এ বছর কোনো ক্লাস্টার আউটব্রেক হয়নি।  যদিও এ বছর  ৬৯টি পিএএম সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘ক্লাস্টার নয়, একক ঘটনা…আমরা ক্লাস্টার দেখেছি, তবে ২০২৫ সালে নয়… ২০২৪ সালে।  একই পানির উৎস ব্যবহারের কারণে ক্লাস্টার ছিল…এখানে ক্লাস্টার নেই, তবে ৬৯টি কেস রয়েছে। ’

প্রাইমারি অ্যামেবিক মেনিনজোএনসেফালাইটিস (পিএএম)  কী?

কেরালা সরকারের স্বাস্থ্য বিভাগের মতে, প্রাইমারি অ্যামেবিক মেনিনজোএনসেফালাইটিস হলো একট ধরনের ‘অ্যামেবিক এনসেফালাইটিস’—এটি একটি বিরল কিন্তু মারাত্মক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সংক্রমণ, যা মিঠা পানি, হ্রদ ও নদীতে থাকা মুক্ত-জীবিত অ্যামিবার কারণে হয়। পিএএম- সংক্রমণ মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে,মস্তিষ্ক গুরুতরভাবে ফুলে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যু হয়। এটি সাধারণত সুস্থ শিশু, কিশোর ও যুবকদের মধ্যে ঘটে।

পিএএম কীভাবে সংক্রমিত হয়?

প্রাইমারি অ্যামেবিক মেনিনজোএনসেফালাইটিস সাধারণত দূষিত পানির মাধ্যমে সংক্রমিত হয়। সংক্রমণের ১-২ সপ্তাহের মধ্যেই আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়।  কেরালার স্বাস্থ্য বিভাগের মতে, পিএএম দূষিত জলাশয়ে সাঁতার কাটা বা ডুব দেওয়ার পাশাপাশি সাইনাসাইটিসের চিকিৎসায় নেটি পট ব্যবহারের মাধ্যমেও সংক্রমণ হতে পারে।

পিএএম-এর লক্ষণ

পিএএম-এর লক্ষণগুলো ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের মতোই হয়, যেমন: মাথা ব্যথা, জ্বর, বমি এবং বমিভাব, যা রোগ শনাক্ত করা কঠিন করে।  কেরালা স্বাস্থ্য বিভাগের মতে, ‘ব্রেন-ইটিং অ্যামিবা’ দ্বারা সৃষ্ট এই সংক্রমণের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:-

১. পিএএম  সাধারণত পূর্বে সুস্থ (ইমিউনোকম্পিটেন্ট) শিশু ও তরুণ-তরুণীদের আক্রান্ত করে।

২. এই রোগ বছরের উষ্ণ মৌসুমে এবং উষ্ণ আবহাওয়ায় বেশি দেখা যায়।

৩. পিএএম রোগীদের সাধারণত সংক্রমণের ১-৯ দিনের মধ্যে উষ্ণ, মিঠা পানিতে সাঁতার কাটা, ডুব দেওয়া, গোসল করা বা খেলার ইতিহাস থাকে।

৪. কখনো কখনো রোগী ঘ্রাণ বা স্বাদ বুঝতে পারে না। 

৫. পিএএম-এর লক্ষণগুলো অধিকাংশ সময় তীব্র ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের লক্ষণের সঙ্গে আলাদা করে চেনা যায় না।

৬. এটি হঠাৎ শুরু হয় এবং কয়েক ঘণ্টা থেকে ১-২ দিনের মধ্যে তীব্র রূপ নেয়।

৭. নিউরো-অলফ্যাক্টরি (ঘ্রাণ-স্নায়ু) পথ দিয়ে নেগেলেরিয়া ফাউলেরি দ্রুত মস্তিষ্কে প্রবেশ করে। যার ফলে অভিযোজিত রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া দুর্বল হয়ে যায় এবং রোগ খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!