বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

বড়লেখায় ছিনতাইয়ের ঘটনায় সিলেট থেকে ২ আসামী গ্রেফতার, লুটকৃত মোবাইল ও নগদ অর্থ উদ্ধার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শিমুলিয়া এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে শুক্রবার (১ আগস্ট) রাতে সিলেট শাহপরাণ থানা এলাকার টিকরপাড়া (পীরের বাজার) এলাকা থেকে শাহপরাণ থানা পুলিশের সহযোগিতায় বড়লেখা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ভিকটিমের মোবাইল ফোন, নগদ ৯৯,৫০০ টাকা, দস্যুতায় ব্যবহৃত দা, মোটরসাইকেল, হেলমেট ও অপরাধকালে পরিহিত জামাকাপড় উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, গত ৩০ জুলাই দুপুর বড়লেখা পূবালী ব্যাংক শাখা থেকে ২ লক্ষ টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বড়লেখা উপজেলার শিমুলিয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু তার মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদ।

পথিমধ্যে শিমুলিয়া নামক স্থানে পৌছালে ২ টি মোটরসাইকেলে করে আসা ৪ জন ছিনতাইকারি তাদের পথরোধ করে। এরপর তাদের গলায় দা ধরে সুহাদার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে নগদ ২ লাখ ১৬ হাজার টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, দুই ভরির একটি রুপার চেইন এবং ভিকটিমের জাতীয় পরিচয়পত্র ছিল। এই ঘটনায় ওইদিনই ভুক্তভোগী বড়লেখা থানায় একটি মামলা করেন।

মামলার পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা এবং কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অ্যাজমল হোসেনের নেতৃত্বে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, এসআই রতন কুমার হালদার, এসআই সুব্রত চন্দ্র দাস, এএসআই ফজলে আজিম, এএসআই সুলতানসহ কয়েকজনকে নিয়ে একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করা হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শুক্রবার (১ আগস্ট) রাতে সিলেট শাহপরাণ থানাধীন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা  বর্তমানে (টিকর পাড়া (পীরেরবাজার),   মৃত চান মিয়ার ছেলে সেলিম আহমদ ওরফে অনিক ওরফে বটলা সেলিম (৩৫) এবং সিলেট জেলার শাহপরান থানার মীরমহল্লা এলাকার মৃত মানিক মিয়ার ছেলে সাকিব আহমদ (২৫)।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং মামলার বাদীও আসামীদের সনাক্ত করেছেন। আসামীদের আরো জিজ্ঞাসাবাদে তারা তাদের সহযোগী অপর পলাতক আসামিদের নাম ঠিকানা প্রকাশ করে, যাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!