বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

বড়লেখায় চুরির ঘটনায় গ্রেফতার ১, মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় একটি বসতবাড়িতে সংঘটিত চুরির ঘটনায় শরীফ আহমেদ (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের সহায়তায় বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  এসময় চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

গত ১৩ জুলাই বড়লেখা উপজেলার তেলিগুল গ্রামের জনৈক শামীম আহমদ কাউছারের বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। চোর চক্র ঘরের তালা ভেঙে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ টাকা, মার্কিন ডলার ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার পরদিন ১৪ জুলাই ভুক্তভোগী শামীম আহমদ কাউছার বাদী হয়ে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আজমল হোসেনের তত্ত্বাবধানে বড়লেখা থানার একটি টিম তদন্ত শুরু করে।

অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা এবং তদন্তকারী কর্মকর্তা এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়।

গত ৩ আগস্ট রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকা থেকে চোর চক্রের মূলহোতা শরীফ আহমেদ (২৪) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরীফ আহমেদ সিলেট জেলার বিয়ানীবাজার থানার খসিরবন হাতির টিলা এলাকার লিটন মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপর দুই সহযোগীসহ সংঘবদ্ধভাবে চুরির বিষয়টি স্বীকার করে। শরীফের দেওয়া তথ্যে একটি ইয়ামাহা ঋতঢ মোটরসাইকেল (যা চুরির সময় ব্যবহৃত হয়েছিল) এবং নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহবুবুর রহমান মোল্লা জানান, আসামির দেওয়া তথ্যে বাকিদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!