রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় জৈন্তাপুরে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি:- মহান বিজয় দিবসে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার কারণে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সেই সাথে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তাকে বিদ্যালয়ে না যাওয়ার জন্য বলা হয়েছে।

জানা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলায় শ্রীখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদ আহমদ মহান বিজয় দিবস উপলেক্ষ শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় মাঠে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

মঙ্গলবার রাতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চ:দা:) মো.আবেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, এদিন সকালে বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নজরে এলে প্রধান শিক্ষক ফারিদ আহমদকে শোকজ করে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

জানা গেছে, সোমবার সকালে উপজেলার ৪ নাম্বার দরবস্ত ইউনিয়নের শ্রীখেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকালে অ্যাসেম্বলির সময় শিক্ষার্থীদের সাথে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’-সহ বিভিন্ন স্লোগান দিয়ে ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে মহান বিজয় দিবস পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদ আহমদ ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা।

এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লোগানের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে রাজনৈতিক স্লোগান। অভিভাবকের প্রশ্ন শিক্ষার্থীরা শিখছে কি? এখন এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শিক্ষার্থীর অভিভাবক মোস্তাক আহমদ বলেন, ‘শিক্ষক ফরিদ আহমদ চার বছর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদের আত্মীয় হওয়ায় লভিং করে তিনি শিক্ষক হন। বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এ শিক্ষক ছাত্রদের নিয়ে এমন করছে।’

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদ আহমদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চ:দা:) মো: আবেদ হোসেন বলেন, ‘বিজয় দিবসের এ দিনে শিক্ষক ফরিদ আহমদ নিজেই শিক্ষার্থীদের দিয়ে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় একটা লোক ভিডিও করেছে। বিষয়টি জানতে পেরে তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে ও তার বিরুদ্ধে সিলেট প্রাথমিক শিক্ষা অফিসে প্রতিবেদন দেয়া হয়েছে। তার এ স্লোগানে গোটা উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, ‘এ ঘটনা আমি গতকাল রাতে জানতে পেরে শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছিলাম। মঙ্গলবার উপজেলা শিক্ষা কর্মকর্তা তাকে শোকেজ করেছেন। সেইসাথে পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়ার জন্য জানিয়ে দেয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!