সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে কিশোরীকে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে চা শ্রমিকের কন্যাকে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

আটককৃত ধর্ষকারী নাম অক্ষয় কুমার চাষা (২২)। সে উপজেলার লালাখাল চা বাগান এলাকার অশ্বিনী চাষা ওরফে খোকার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম ১৯ বছর বয়সী মেয়েটির মা ও বাবা উভয়ে লালাখাল চা বাগানে কর্মরত শ্রমিক। চলতি মাসের ৮ ও ১০ তারিখ ভিকটিম ওই কিশোরীর মা বাবা কর্মস্হলে থাকাকালীন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে দুইদিন ভিকটিমের নিজ বসতঘরে ধর্ষণ করে।

পরে দুইদিনের ঘটনায় ভিকটিম ওই কিশোরী তার অভিভাবককে বিষয়টি অবগত করলে তারা স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে বিচার দাবী করেন।

ওই সময় স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে ধর্ষক অক্ষয়কে ডেকে আনলে সে ধর্ষণের কথা স্বীকার করলেও ওই কিশোরীকে বিবাহ করতে অস্বীকৃতি জানায়।

পরে কয়েকদফা বৈঠকের পর বিষয়টি সুরাহা না হলে ভিকটিম ওই কিশোরীর অভিভাবক আত্মীয় স্বজনের পরামর্শ নিয়ে থানায় শনিবার (২৭ সেপ্টেম্বর) লিখিত অভিযোগ দায়ের করেন।

পরে শনিবার ভিকটিম ওই কিশোরী অভিভাবকের সাথে স্বশরীরের থানায় এসে অভিযোগ করলে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জের নির্দেশক্রমে থানার উপ- পরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দুপুরে লালাখাল এলাকা হতে ধর্ষক অক্ষয়কে আটক করে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন ভিকটিম ওই কিশোরীর বাবা বাদী হয়ে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ১ ঘন্টার ভিতরে অভিযান চালিয়ে ধর্ষক অক্ষয়কে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার পুলিশ পাহারায় তাকে আদালত সোপর্দ করা হবে বলে তিনি নিশ্চিত করেছে।

এদিকে ভিকটিম ওই কিশোরীকে অধিকতর চিকিৎসা সেবা প্রদানের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!