সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

জুড়ীতে চাঁ দা বা জি র টাকাসহ যুবলীগ নেতা এশিয়ান টিভির সাংবাদিক গ্রে ফ তা র

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের জুড়ীতে সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইলিং করে চাঁদা আদায়ের সময় চাঁদার টাকাসহ মাসুম আহমদ (৩৪) নামের এক যুবলীগ নেতাকে  গ্রেফতার করেছে পুলিশ। তিনি বেসরকারি একটি টেলিভিশন এশিয়ান টিভির স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন!

সোমবার ২২ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টায় তাকে গ্রেফতার করা হয়। মাসুম জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা। তাকে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় জুড়ী শহরের রড-সিমেন্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল বাসিত বাদী হয়ে সম্মানহানির ভয় দেখিয়ে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে দুইজনকে আসামি করে জুড়ী থানায় মামলা দায়ের করেছেন। অপর আসামি হলেন পশ্চিম জুড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে জালালুর রহমান (৩০)।

বাদীর বক্তব্য ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাসুম আহমদ বছর দু’য়েক পূর্বে চালাতেন সিএনজি চালিত অটোরিকশা। ২৪ এর গণঅভ্যুত্থানের পর ফেসবুকে পোস্ট দিয়ে হঠাৎ করে হয়ে ওঠেন স্ব-ঘোষিত সাংবাদিক। স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার আসকারায় চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলে বেপরোয়া হয়ে ওঠেন।

গত ১৮ সেপ্টেম্বর দুপুরে নিজ বাসায় বিশ্রাম নিচ্ছিলেন আব্দুল বাসিত। দরজায় ডাকাডাকি শুনে দরজা খোলে একজন মহিলাসহ মাসুম ও জালালুরকে দেখতে পান। দরজা খোলার সঙ্গে সঙ্গে মহিলা ঘরের ভেতরে ঢুকে পড়েন এবং মাসুম মোবাইলে ভিডিও করতে থাকেন। জালালুর দরজার বাইরে পাহারায় থাকেন।

এক পর্যায়ে মহিলাকে বিদায় করে মাসুম ভিডিওটি দেখিয়ে বলেন আপনি এ মহিলাকে নিয়ে রুমে ছিলেন, এই ভিডিওটি আমরা ভাইরাল করে দেব। এতে আপনার সম্মানহানি হবে। এটা না হতে চাইলে এক লক্ষ টাকা দিতে হবে। ভুক্তভোগী বাসিত উপস্থিত তাদেরকে ১৫ হাজার টাকা দেন এবং আসামি দুজন চলে যান।

পরে অবশিষ্ট টাকার জন্য বাসিতকে বারবার চাপ দিতে থাকলে বাসিত নিজ পরিবার ও আত্মীয়দের বিষয়টি জানান। সোমবার কয়েকজনকে আশপাশে রেখে কলেজ রোডস্থ জালালুরের দোকানে বিশ হাজার টাকা নিয়ে মাসুম ও জালালুরকে দেন। তারা টাকা নেয়ার সময় ওই লোকজন হাতেনাতে ধরে। তাদের শোরগোলে লোকজন জড়ো হয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ মাসুমকে গ্রেফতার করে এবং জালালুর সটকে পড়ে। পরে পুলিশ মাসুমকে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, মাসুম এক সময় পেশাদার সিএনজি চালক হিসেবে কাজ করতেন। পরে এক নেতার সুবাদে রাজনীতিতে যুক্ত হয়ে যুবলীগের ওয়ার্ড সভাপতি পদ লাভ করেন মাসুম। যুবলীগ নেতা হওয়ার পর মাসুম বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, অনিয়ম ও সরকারি সুবিধা আদায়ে সক্রিয় হয়ে ওঠেন।

মাছুম দেশের বেসরকারি একটি টেলিভিশন এশিয়ান টিভির স্থানীয় প্রতিনিধি হিসেবে নিয়োগ ভাগিয়ে নেন। এশিয়ান টিভির প্রতিনিধি হওয়ার পর থেকে সে আরো বেপোরোয়া হয়ে সরকারি অফিস, প্রাথমিক বিদ্যালয়সহ নানা অফিসে বেপোরোয়া চাঁদাবাজি শুরু করে। তার গ্রেফতারের পর পুরো উপজেলার মানুষ স্বস্তি প্রকাশ করেন।

আব্দুল বাসিত জানান, মাসুম জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি আগে সিএনজি চালিত অটোরিকশা চালাতেন। গণঅভ্যুত্থানের পর ফেসবুকে সংবাদ মাধ্যমের নাম দিয়ে বিভিন্ন পেজ খোলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চলতেন। স্থানীয় একজন রাজনৈতিক নেতার আসকারায় তিনি বেপরোয়া হয়ে ওঠেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: মুরশেদুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি মাসুম আহমদকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। 

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!