সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজারে ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। মাদ্রাসা পড়ুয়া শিশু আবু সুফিয়ান (৭) জাউয়া বাজার ইউনিয়নের জাউয়া (কোনাপাড়া) গ্রামের কছির মিয়ার ছেলে।
সে জাউয়াবাজার মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র। জানা গেছে, বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি অটো রাইস মিলের মাঠে দাঁড়ানো ছিলো সে। এসময় চালক মাঠে দাঁড়িয়ে থাকা একটি ডি আই ট্রাক ষ্ট্রাট দিয়ে ব্রেক গিয়ারে পিছনে এসে আবু সুফিয়ান-কে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
আহত আবু সুফিয়ান-কে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক চাপায় আহত হয়ে শিশু আবু সুফিয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের আই সি মো. হযরত আলী।