চীনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বিশ্বের সবচেয়ে উঁচু সেতু। রোববার (২৮ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিম গুইঝু প্রদেশে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে সেতুটি, রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
দীর্ঘ ৩ বছর ধরে দেশটির দুর্গম দক্ষিণাঞ্চলীয় গুইঝু প্রদেশে নির্মিত এই সেতুর কাজ চলেছে। সেতুটির দৈর্ঘ্য ২ হাজার ৮৯০ মিটার এবং প্রস্থ ১ হাজার ৪২০ মিটার। নদী থেকে অন্তত ৬২৫ মিটার উচ্চতায় অবস্থিত এ কাঠামোটি ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর তকমা পেয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, বিশ্বের সর্বোচ্চ ১০০ সেতুর প্রায় অর্ধেকই এই প্রদেশে অবস্থিত। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজের মূল স্প্যান ১ হাজার ৪২০ মিটার, যা এটিকে পার্বত্য অঞ্চলে নির্মিত বিশ্বের দীর্ঘতম স্প্যানের সেতুতে পরিণত করেছে। এদিকে, চীনের পার্বত্য এলাকায় উজ্জ্বল নীলচে বর্ণের বিশাল এ সেতুটি ইতিমধ্যেই ব্যাপক আলোড়ন তুলেছে।