প্রথম সকাল ডেস্ক:- গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে একটি ফার্ম থেকে চুরি করে ৩টি গরু পিকআপ গাড়ি দিয়ে নিয়ে যাইয়ার চেষ্টা করেছে চুর চক্রের সদস্যরা। শনিবার রাত ৩টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় পুরান বাজার থেকে আনোয়ার হোসেনের ফার্ম থেকে এই ৩টি গরু পিক আপ গাড়ি দিয়ে ঢাকাদক্ষিণ বাজারে নিয়ে আসলে নাইট গার্ড সহ এলাকাবাসী তাদের আটকান। এসময় অজ্ঞাত চুরেরা গাড়ি ও গরু রেখে দৌড়ে পালিয়ে যায়।
এসময় তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ পিক আপ গাড়িটি (ঢাকা মেটো- ন ১২-৭১৮২) জব্দ করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় গরুর মালিক আনোয়ার হোসেন গোলাপগঞ্জ মডেল থানার অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
গরু তিনটির মালিক আনোয়ার হোসেন জানান, রাত ১১টার দিকে আমার ফার্মের দেখাশোনার দায়িত্বে থাকা ফলিক মিয়া দরজায় তালা মেরে ঘুমাতে যায়। রাত ৩টার দিকে চুরেরা আমার ফার্মের তালা ভেঙ্গে ১টি গাভী, ১টি ষাড় ও একটি ছোট বাছুর চুরি করে পিকআপ ভ্যানে নিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকাদক্ষিণ বাজারের নাইট গার্ড সহ এলাকাবাসী বুঝতে পেরে তাদের ধরার চেষ্টা করলে চুরেরা আমার গরু পিক আপে বাধা অবস্থায় রেখে পালিয়ে যায়।