নিজস্ব প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ১২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী রয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের খাগাইল গ্রামের মো. আজির উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মো. জিয়াউদ্দিন ও উপজেলার লম্বাকান্দি গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. জালাল মিয়া।
এরমধ্যে জিয়াউদ্দিন মাদক মামলায় ১২ বছর সশ্রম কারাদণ্ড ও জালাল ৮ মাস সশ্রম কারাদণ্ডে দন্ডিত আসামী। জিয়াউদ্দিনের নামে থানায় আরেকটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, তারা দুজনেই দণ্ডপ্রাপ্ত আসামী। তারা পলাতক ছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।