বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

কুলাউড়ার ১৯টি স্কুলের শিক্ষকের কাছে কৈফিয়ত তলব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন অনিয়মের কারণে ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদের কৈফিয়ত তলব করেছে উপজেলা শিক্ষা বিভাগ।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে ১৯টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদের চিঠি দিয়ে তাদেরকে কৈফিয়ত তলব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভুঁইয়া।

কৈফিয়ত তলবে তিনি উল্লেখ করেন, গত ৬ ও ৭ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। এ সময় ১৯টি বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতির ঘাটতি ও শ্রেণিকক্ষে পাঠদান না করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এ ব্যাপারে আগামী ১০ ও ১৪ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তলবকৃত প্রতিষ্ঠানগুলো হলো- আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছদরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরীশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীরশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়, শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাবদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুধপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেওলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজভাগ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেলিবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ বিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এর আগে ৬ অক্টোবর ‘কুলাউড়ায় খেয়াল খুশিমতো স্কুলে আসেন শিক্ষকরা, মানেন না সরকারি নিয়ম’ শিরোনামে সিলেটভিউসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে জেলা ও উপজেলায় তোলপাড় শুরু হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!