বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে আশিকুর রহমান আশিক (৩৮) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আশিক শমশেরনগরের ঈগল নার্সারি ও কুমিল্লা রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী ছিলেন। রোববার সকালে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশিক শমশেরনগর বিমানঘাঁটি এলাকা থেকে একটি মিনি ট্রাকে করে মাছ নিয়ে কুলাউড়ার দিকে আসছিলেন। তিনি চালকের পাশে বসা ছিলেন। পথিমধ্যে লংলা সাইনবোর্ড মসজিদের কাছে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে আশিক আটকা পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!