প্রথম সকাল ডেস্ক:- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সুন্দরপুর এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে ডাকাত দলের সর্দারসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৯ (সিপিসি-৩) শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার সুন্দরপুর গ্রামের ডুবাই মিয়ার ছেলে জালাল মিয়া ওরফে স্পিং জালাল (৩০), বহরনগর গ্রামের জমির আলীর ছেলে ফয়সল মিয়া (৩২), সুন্দরপুর গ্রামের মৃত আছদ্দুর মিয়ার ছেলে জয়নাল (৪৩) এবং মানিকপুর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে মোঃ রুবেল আহমেদ রনি (২৬)।
এসময় তাদের সাথে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্রসহ তাদের উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।