প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জের সদর উপজেলার লালপুর এলাকায় যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশু, নারীসহ ১০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন- নাসিমা বেগম (৩৯), নাজা বেগম (৪), রাবিয়া বেগম (৫৫), করিম মিয়া (২২), আসমা বেগম (৩৬), খুরশেদা বেগম (৬০), খুরশেদ মিয়া (৮০), সিদ্দিক মিয়া (৬০), তাছলিমা বেগম (৩০), সুর্বনা আক্তার (৬)।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গৌরারঙ্গ ইউনিয়নের সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের লালপুর-ফ্লাওয়াল লেখ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত করিম মিয়া বলেন, ‘সদর উপজেলার লালপুর গ্রামে আত্মীয় মারা গেছে। তাকে দেখতে পরিবারের সদস্যরা মিলে অটোরিকশা নিয়ে যাওয়ার পথে ফ্লাওয়ার লেক এলাকায় সড়ক থেকে মাটির সড়কে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা খাদে পড়ে যায়। এতে সবাই আহত হয়েছে।