সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

সিসিকের ৪২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিমিধি:- সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমানকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ সিলেটের একটি বিশেষ অভিযানে গ্রেফতার করেছে। এসএমপি সিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, মতিউর রহমানের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন এবং বাংলাদেশ পেনাল কোডের একাধিক ধারায় মামলা রয়েছে। সিলেট কোতোয়ালি থানায় নথিভুক্ত (এফআইআর নং-৩৪/৪৭৩) মামলাটি ২০২৪ সালের ২৭ অক্টোবর দায়ের করা হয়। মামলায় বিস্ফোরক দ্রব্যাদি আইনের পাশাপাশি ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ১০৯ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০ টায় মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মতিউর রহমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর মতিউর রহমানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসএমপি সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ আরও জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!