সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে ভারতীয় নাগরিক ব্রোমিং স্টার ও লোকাস আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:- বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ব্রোমিং স্টার (৩২) ও  লোকাস (৫৫) নামের দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১ জানুয়ারি) আনুমানিক রাত এগারোটায় সিলেট সীমান্তের ১২৬০/৪ পিলারের পাশ দিয়ে দমদমা নামাক এলাকায় দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রোমিং স্টার ও সীমান্তের ১২৩৬/৪ কলাউরা নামক স্থানে লোকাস (৫৫)-কে  বিজিবির পৃথক দুটি টহল আটক করে।

জানা যায়, বুধবার (১ জানুয়ারি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দমদমা নামক স্থানে ভারতীয় নাগরিক ব্রোমিং স্টার (৩২) এবং একই দিন সীমান্ত পিলার ১২৩৬ হতে বাংলাদেশের অভ্যন্তরে কলাউরা নামক স্থানে লোকাসকে (৫৫) আটক করে বিজিবি জোয়ানরা। বর্তমানে এই দুই ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে অবৈধ অনুপ্রবেশকারী ২ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত অপরাধীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!