নিজস্ব প্রতিনিধি:- সিলেট নগরীর ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাতে মজুমদারি লেচুবাগানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্হলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা জানা যায়নি।
স্হানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কয়েকন যুবক হেলমেট পরে মোটরসাইকেল যোগে আফতাব হোসেনের বাসায় অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
তবে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। জানা যায়, ২০২৪ সালের ৫ আগষ্টের পর এই বসায় কেউ থাকেন না বাসাটি খালি ছিল।
আফতাব হোসেন খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা, গুলিবর্ষন, হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক রয়েছেন।