রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

সিলেট ও ব্রাহ্মনবাড়িয়া থেকে জেনেভা ক্যাম্পের ১৫জন গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেট ও ব্রাহ্মনবাড়িয়া থেকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পের সোহেল ও তার সহযোগীসহ ১৫জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ ও র‌্যাব-২ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। শুক্রবার গ্রেপ্তারকৃতদের ঢাকার সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের জন্য পাঠানো হয়েছে।
র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া সোহেল দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্পটিতে গ্যাং কালচার চালু করেছেন। বেশ কিছুদিন ধরে সেলিম ও সোহেল গ্রুপের মধ্যে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলে আসছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে দুই গ্রুপই প্রচুর অস্ত্র ও গোলাবারুদ তারা লুট করে ক্যাম্পে নিয়ে আসে।
সাম্প্রতিক সময়ে কয়েকটি সংঘাতের ঘটনার সময় এসব অস্ত্র হাতে মহড়া দিতে ও গুলি ছুঁড়তে দেখা গেছে। গোলাগুলিতে দুই মাসে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, খুন, ধর্ষণসহ অন্যান্য অপরাধের দায়ে ১৮টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে তিনটায় সিলেট নগরীর দাড়িয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় আত্মগোপনে থাকা রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আব্দুস সালামের ছেলে সোহেল (৩০), একই ক্যাম্পের সাব্বির হোসেনের ছেলে আমির হাসান হিরা (৩৬), সেলিম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৭), মৃত মুসলিমের ছেলে জামাল হোসেন (২৯) ও সোহেল রানার স্ত্রী মোছা. শাহিনুরকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে বৃহস্পতিবার রাত সাড়ে দুইটায় পৃথক অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে জেনেভা ক্যাম্পের আরও ৭জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, জেনেভা ক্যাম্পের মৃত ইলিয়াস আলীর মেয়ে নুরী বেগম (৩০) তার ভাই মিঠুন (২৪), একই ক্যাম্পের মৃত লোকমানের ছেলে সাহিল (৩৮), নাদিমের ছেলে নাঈম (২৪), মো. নাসিমের ছেলে মো. আজিম (৩৭), সোলায়মানের মেয়ে বানু বেগম (৫০) ও মৃত আকবর আলীর ছেলে সাবিক হাসান (২০)।
র‌্যাব জানায়, সিলেটে গ্রেপ্তারকৃতদের তথ্য ধরে শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৯ এর একটি দল ব্রাহ্মনবাড়িয়া সদর থানায় অভিযান চালায়। সেখান থেকে জেনেভা ক্যাম্পের নাসিমের ছেলে আমিন (২৮), মৃত ইদ্রিসের ছেলে ইকবাল (৩৮) ও মো. পলু কসাইয়ের ছেলে আসিফ মিয়া (৩৭)।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট সোহেলসহ একই ক্যাম্পের ২৫জনকে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদেরকে ঢাকার সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের জন্য পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!