রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

সিলেটে ৩০০ বস্তা চিনিভর্তি ক্যাভার্ডভ্যানসহ আটক ৩

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- মহানগরীর শাহপরাণ (রহ) থানা এলাকা থেকে বিপুল পরিমাণ চিনি সহ একটি চোরাচালান কাজে ব্যবহার করা একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় ৩ চোরাকারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শাহপরাণ (রহঃ) থানাধীন পীরেরবাজার এলাকা থেকে এসব চিনি জব্দ করে শাহপরাণ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন পীরেরবাজার এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে ৩০০ বস্তা চিনি জব্দ করা হয়। এ সময় চোরাচালানের সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়।

জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা ও কাভার্ড ভ্যানের মূল্য ৩০ লাখ টাকা বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলেন, জামালপুর জেলার মেলান্দহ থানার মৃত খয়রাতুল জামানের ছেলে মো. মোনতাজ আলী (৪০), রাজশাহী জেলার কাটাখালি থানার আব্দুল হোসেন বিসুর ছেলে মো. রায়হান (৩৫) ও রাজশাহী জেলার কাটাখালি থানার বুদ্দু মিয়ার ছেলে মো. রাজ আলী (১৮)
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ চিনি ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!