রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে আশ্রয় কেন? প্রশ্ন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ‘আমি জানতে চাই, বাংলাদেশের সঙ্গে বিজেপির তলে তলে কোনও চুক্তি আছে কিনা। অনুগ্রহ করে আমাদের জানানো হোক, কীসের ভিত্তিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারতের মাটিতে আশ্রয় দেওয়া হয়েছে।’ এমন কড়া প্রশ্ন ভারতের ক্ষমতাসীন বিজেপির দিকে ছুঁড়ে দিয়েছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। খবর হিন্দুস্তান টাইমস’র।

ঝাড়খণ্ড রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে অনুপ্রবেশ নিয়ে বেশ সরব সরকারি দল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে প্রচারে গিয়ে অনুপ্রবেশ ইস্যুতে আঙুল তুলেছেন জেএমএম-কংগ্রেস শাসক জোটের দিকে। তারই জবাবে মুখ্যমন্ত্রী হেমন্ত টেনে আনেন শেখ হাসিনা প্রসঙ্গ।
গড়ওয়া বিধানসভা কেন্দ্রে এক জনসভায় তিনি জানতে চান, কীসের ভিত্তিতে ভারতের মাটিতে আশ্রয় দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। বিজেপি নিজেই বলছে, তাদের শাসিত রাজ্য দিয়েই অনুপ্রবেশকারীরা আসছে ভারতে।
উল্লেখ্য, রোববার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করে বিজেপি। সে সময় অমিত শাহ ঝাড়খণ্ডে অনুপ্রবেশ ইস্যুতে কথা বলেন। অমিত শাহ বলেন, জেএমএম সরকার অনু প্রবেশকারীদের আশ্রয় দিয়েছে। অনু প্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়েছে।
তিনি আরও বলেন, তোষণের রাজনীতির অবসান ঘটিয়ে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেবে বিজেপি। পুনর্গঠন করা হবে ঝাড়খণ্ডকে। অমিত শাহ আরও অভিযোগ করেন, অনুপ্রবেশকারীরা এসে আদিবাসী মেয়েদের ভুল বুঝিয়ে, লোভ দেখিয়ে বিয়ে করছে এবং জমি দখল করে নিচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!