সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

শিবগঞ্জ ফরহাদ খাঁর পুলের কাছে দিন দুপুরে ৪২ লাখ টাকা ছিনতাই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেট নগরীতে দিন দুপুরে দুই সহোদরকে জিম্মি করে জমি কেনার ৪২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (০৯ ডিসেম্বর) বেলা পৌনে ২টার দিকে শিবগঞ্জ ফরহাদ খাঁর পুল সংলগ্ন ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।
ভোক্তভোগী ব্যবসায়ী রুপায়েল আহমদ বলেন, তার ভাই হেলাল আহমদসহ নগরের বারুতখানা ডাচবাংলা, চৌহাট্টা এনআরবি ব্যাংকসহ ৩টি ব্যাংক থেকে ৪২ লাখ টাকা উত্তোলন করেন। মঙ্গলবার জায়গা ক্রয়ের জন্য ওই টাকা তোলা হয়।
তিনি বলেন, টাকা উত্তোলন করে সিএনজি চালিত অটোরিকশায় শিবগঞ্জ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে শিবগঞ্জ ফরহাদ খাঁ’র পুল সংলগ্ন ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে পৌছামাত্র ৬টি মোটরসাইকেলে ছিনতাইকারীরা অটোরিকশা আটকিয়ে দুই ভাইকে জিম্মি করে অস্ত্রের মুখে ৪২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয়রা জানান, ওই এলাকার সিসি ফুটেজে একটি মোটরসাইকেল (সিলেট হ/ল ১১-০১৪৫ লাল রং, পালসার অথবা টিভিএস ছিনতাই করে পালাতে দেখা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!