রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :

যুবতীকে লাঞ্ছিত করায় মামুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১২৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:- সিলেট নগরীর উপশহরে এক সিম বিক্রেতাকে কথিত আধুনিক টিভির ইউটিউবার দ্বারা লাঞ্চিত করার অভিযোগে ঐ যুবতী বাদী হয়ে শাহপরান থানায় একটি অভিযোগ দায়ের করেছন।

অভিযোগে তিনি ১। মামুন আহমদ (৩০), পিতাঃ অজ্ঞাত, সাং- আম্বরখানা, থানাঃ কতোয়ালী, জেলাঃ সিলেট, ২। মিলাদ আহমদ (২৭), পিতাঃ অজ্ঞাত, সাং- শাহজালাল উপশহর, ওয়াকওয়ের পার্শ্বে (মিলাদ ফুচকা), পোঃ সিলেট সদর, থানাঃ শাহপরাণ (রহ:), জেলাঃ সিলেটকে বিবাদী করেছেন।

ফারজানা আক্তার সিপা (২৩) নামের ঐ যুবতীর অভিযোগে জানা যায়, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় শাহজালাল উপশহর এলাকাস্থ হাট রেষ্টুরেন্টের সম্মুখে সিম বিক্রয় করার সময় সমুহ বিবাদীগন তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে।

তাকে হুমকি দেয় এমন কি তার ব্যবসায়ীক জিনিষ পত্র ভেঙ্গে ফেলে দেয়। তিনি আরো অভিযোগ করেন, বিগত কয়েক দিন যাবৎ উল্লেখিত ২নং বিবাদী তাকে উক্ত স্থান ব্যবসা না করার জন্য একাধিক ফন্দি কৌশল অবলম্বন করে নানা ভাবে হয়রানি করে আসছিল।

গত ৩১ অক্টোবর সন্ধ্যা ০৭:৩০ ঘটিকার সময় ২নং বিবাদীর কু- পরামর্শে ১নং বিবাদী হাতে ক্যামেরা নিয়ে তার সামনে দাড়ায় এবং ২নং বিবাদী সাংবাদিক পরিচয় দিয়ে তাকে উল্টা পাল্টা কথা বলে যুবতীর মান সম্মান হেয়- প্রতিপন্ন করে।

তখন ফারজানা আক্তার সিপা এসবের প্রতিবাদ করলে ১নং বিবাদী তাকে চড়, থাপ্পর মারতে থাকে এবং ২নং বিবাদী তার ব্যবসার ছাতা, চেয়ার পাশ্বে থাকা খালে ফেলে দেয়। ফারজানা তার অভিযোগে বলেন, তিনি আইনের আশ্রয় নিতে গাড়িতে উঠলে উল্লেখিত বিবাদীদ্বয় কয়েকবার তাকে টানা হেছড়া করিয়া গাড়ি থেকে নামাইয়া দেয়।

সেই সময় বিবাদীদ্বয় তাকে হুমকি দেয় যে, তাকে আর উক্ত স্থানে ব্যবসা করতে দেখতে পাইলে তার মুখে এসিড নিক্ষেপ সহ বড় ধরনের ক্ষতি সাধন করবে। এমনকি উল্লেখিত বিবাদীদ্বয় উক্ত ধারণকৃত ভিডিও (অধুনিক টিভি যাহার লিঙ্ক- https://www.facebook.com/AdhunikTVBD/videos/569121089006838 পেইজে ছাড়িয়া তার মান ক্ষুন্ন করে। বিবাদীদ্বয়ের এমন কার্যকলাপে বর্তমানে ফারজানার আত্মীয় স্বজন তাকে চাপ সৃষ্টি করছে।

এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করে বলেন উপশহর পুলিশ ফাড়ির ইনচার্জ আবুন হোসেনকে বিষয়টি তদন্ত করে ব্যবস্হা নেয়ার জন্য বলা হয়েছে।

উপশহর পুলিশ ফাড়ির ইনচার্জ আবুন হোসেন জানান, আমার কাছে অভিযোগ এসেছে, আমি ভিডিও ফুটেজ দেখে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্হা নিব।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!