রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

মোগলাবাজার ইউপি চেয়ারম্যান সায়েস্তা আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম সায়েস্তাকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। বাহিনীটির একটি টিম সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ইউপি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে।

বিষয়টি  নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।

সায়েস্তা মোগলাবাজার ইউনিয়নের নৈখাই (কুতুবপুর) গ্রামের ইসহাক আলীর ছেলে। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

র‍্যাব জানায়, সায়েস্তার বিরুদ্ধে সিলেটের দক্ষিণ সুরমা থানায় নাশকতা মামলা (এফআইআর নং-০৫/১৩৮, ২৩ আগস্ট- ২০২৪, ধারা: ১৪৩ /১৪৭ /১৪৯ /৩২৪/ ৩২৬/৩০৭/৩০২/৩৪) রয়েছে। ছাত্র-আন্দোলনের সময় জনতার উপর হামলার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

২০২১ সালের ২৮ নভেম্বর সিলেট জেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে মোগলাবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম সাইস্তা নৌকার প্রার্থী ছদরুল ইসলামকে হারিয়ে বিজয়ী হন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!