সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন

বিপিএলের আম্পায়ারিং প্যানেলে থাকছেন দুই বিদেশি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- আর ক’দিন পরই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণ। এই টুর্নামেন্টকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি গুছিয়ে নিয়েছে আয়োজকরা। এর অংশ হিসেবে টুর্নামেন্টের ম্যাচ অফিসিয়ালদেরও চূড়ান্ত করেছে বিসিবি।

এবার বিপিএল নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের গভর্নিং বডিতেও এবার নতুন মুখদের প্রাধান্য, যার অন্যতম বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আগের সব জড়তা পেছনে ফেলে এবার বিপিএলে সুশৃঙ্খলভাবে আয়োজনের বার্তা দিয়েছেন তিনি।
ম্যাচ অফিসিয়ালদের নিয়ে বরাবরই বিপিএলে বিতর্কের সৃষ্টি হয়। মানসম্মত আম্পায়ারিংয়ের অভাবে টুর্নামেন্টের সৌন্দর্য ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এই বিষয়টিতেও আসন্ন বিপিএলে উন্নতির ছাপ দেখা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, এবারের বিপিএলে মাঠের দায়িত্বে সবমিলিয়ে থাকবেন ১২ জন আম্পায়ার। এর মধ্যে ১০ জন দেশি এবং ২ জন বিদেশি আম্পায়ারকে দেখা যাবে। এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ৪ জন।
এদিকে এবারের আসরে উন্নতমানের ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরাসহ দেখা যাবে আধুনিকসব প্রযুক্তি। দর্শকদের জন্যও থাকছে নানা আয়োজন। শহীদ মীর মুগ্ধর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য থাকবে বিনা মূল্যে পানির ব্যবস্থা। গ্যালারির একটি অংশে থাকবে ‘জিরো ওয়েস্ট জোন’।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে বিপিএলের।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!