সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

বাংলাদেশে ৪০ হাজার কুরবানীর পশুর মাংস পাঠাবে সৌদি আরব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বাংলাদেশে ৪০ হাজার কুরবানীর পশুর মাংস পাঠাবে সৌদি আরব। ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে।

রয়্যাল দূতাবাস বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলেছে, তারা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং সম্মানের সাথে জানাতে চায় যে, সৌদি আরবের হজ্ব মৌসুম ১৪৪৫ হিজরিতে কুরবানির মাংস প্রকল্পের অংশ হিসেবে মুসলিম বিশ্বের উপকারভোগী দেশসমূহের মধ্যে বিতরণের জন্য সৌদি আরবের সরকার বাংলাদেশের জন্য একটি চালান প্রেরণ করবে।

এই চালানে মোট ৪০ হাজার পশু কোরবানির মাংস থাকবে, যা ১৩ হাজার ৬৮০ কার্টনের সমান। এটি ২৪টি কন্টেইনারে থাকবে। ইনশাআল্লাহ চালানটি চলতি বছরের আগামী ২৬ অক্টোবর চট্টগ্রাম সমুদ্রবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এতে আরও বলা হয়, অতএব, দূতাবাস বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই চালান গ্রহণ এবং উপকারভোগী বাংলাদেশি জনগণের মধ্যে বিতরণের প্রক্রিয়া সহজ করার জন্য শ্রদ্ধেয় মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাচ্ছে।

বাংলাদেশে অবস্থিত সৌদি আরবের রয়্যাল দূতাবাস এই সুযোগে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি তাদের সর্বোচ্চ শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে বলেও উল্লেখ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!