সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

বটেশ্বর এলাকা থেকে চোরাই চিনি-সুপারিসহ আটক ২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেট শাহপরাণ থানাধীন বটেশ্বর এলাকা থেকে ভারতীয় চোরাই চিনি, সুপারিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় চোরাচালানে ব্যবহার করা একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর এলাকার জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর এলাকার একটি ডিআই পিকআপে অবৈধ ৫৩ বস্তায় ভারতীয় চিনি ও ২ বস্তায় ভারতীয় সুপারি পাওয়া যায়। এসময় দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এছাড়া চোরাচালানে ব্যবহার করা একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, গোয়াইনঘাট থানার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. বদিউজ্জামান (৩১) ও গোয়াইনঘাট থানার মৃত ময়না মিয়া ছেলে বদরুল আলম (৩৪)।

জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ১৬ হাজার টাকা।

সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের উপর মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!