প্রথম সকাল ডেস্ক:- গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। প্রথম দিনে তিন নারী ইসরাইলি জিম্মিকে মুক্তির বিনিময়ে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল।
আর সেই সংবাদ জানার পর থেকেই ফিলিস্তিনিরা উদযাপন শুরু করে। যা সহ্য করতে না পেরে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তরে ফিলিস্তিনি শহর সিনজিল আক্রমণ করে দখলদার ইসরাইল।
রোববার সন্ধ্যায় ফিলিস্তিনি শহর সিনজিলে এই আক্রমণ করে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীরা। হামলার উদ্দেশ্য ফিলিস্তিনি বন্দিদের মুক্তির উদযাপন ব্যাহত করা।
অবৈধ বসতি স্থাপনকারীরা শহরের উত্তর উপকণ্ঠে হামলা চালায়, হামলায় চারটি ফিলিস্তিনি গাড়িতে আগুন দেয় তারা। সেই সঙ্গে চারটি বাড়িতে পাথর ছুঁড়ে। প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যম আনাদোলুকে জানিয়েছে এমন তথ্য।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘শহরের বাসিন্দারা সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ ছাড়াই এবং কোনও আহত হওয়ার খবর ছাড়াই ইসরাইলি বসতি স্থাপনকারীদের আক্রমণ প্রতিহত করতে জড়ো হয়েছিল।’
এদিকে, মুক্তির খবরে ফিলিস্তিনি বন্দিদের শত শত পরিবার মধ্য পশ্চিম তীরে ইসরাইলের ওফার কারাগারের কাছে জড়ো হন। পরে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর মুক্তি দেওয়া হয় সেই ৯০ বন্দিকে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ২০২৩ সালের পর থেকে গাজায় ইসরাইলের হামলায় প্রায় ৪৭ হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়াও ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।