রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

নির্বাচনের ফল মেনে যে প্রতিশ্রুতি দিলেন কমলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডো্ক:-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন কমলা হ্যারিস। ওয়াশিংটনের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই নির্বাচনের ফলাফল মেনে নিতে হবে।

আজ আমি ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং তাকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। আমি তাকে জানাই, রাজনৈতিক পটপরিবর্তনে আমরা তাকে সহায়তা করতে প্রস্তুত, যাতে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারি।

ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ও সেই সঙ্গে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ‘আমদের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এটি একনায়কতন্ত্রের সঙ্গে আমাদের পার্থক্য। গণতন্ত্রের মূল হচ্ছে জনগণের পছন্দের প্রতি সম্মান।

এর আগে ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প নিজের পরাজয়ের ফলাফল মেনে না নিলেও কমলা এবারের নির্বাচনে ট্রাম্পের সঙ্গে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, ‘তবে, যদিও অনেকেই মনে করছেন, আমরা একটি অন্ধকার সময়ে প্রবেশ করছি, আমি আশা করি তা হবে না।

কমলা তার ভাষণে আরও বলেন, ‘আমার হৃদয় আজ পূর্ণ হয়েছে। আপনাদের আস্থার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের সব ভালোবাসা দেশের জন্য।’
কমলা হ্যারিস নিশ্চিত করে বলেন, ‘গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধা অবিচল থাকব এবং আমরা দেশের জন্য লড়াই চালিয়ে যাব।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!