নিজস্ব প্রতিনিধি:- সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় একরাতে পল্লী বিদ্যুৎতের ৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম শেখপাড়াস্থ জামেয়া কুরআনিয়া মাদ্রাসার পাশ থেকে এসব ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।
ট্রান্সফরমার চুরি যাওয়ার ফলে ওই এলাকার বিদ্যুৎ গ্রাহকরা দুর্ভোগের শিকার হন।
জানা গেছে, কয়েকদিন পূর্বে জামেয়া কুরআনিয়া মাদরাসার মসজিদ থেকে এসির যন্ত্রাংশ চুরেরা চুরি করে নিয়ে যায়। এর পাশে কৃষিজমি থেকে ট্রাক্টরের যন্ত্রাংশ চুরেরা চুরি করে নিয়ে যায়।
এছাড়া কিছুদিন পূর্বে সিলাম বাদশাহী টিলাস্থ শাহ তৈয়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিসি ক্যামেরা ও শিলিংফ্যান চুরি হয়। বিশেষ করে ট্রান্সফরমার চুরির ঘটনায় গ্রাহকদের মাঝে আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ করে নি।