নিজস্ব প্রতিনিধি:- সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নকাজে ব্যবহৃত সিনা হাইডো কোম্পানির একটি রোলারের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
শুক্রবার সকাল ৯টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার ইউনিয়নের ফকিরেরগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মহাসড়কের উন্নয়ন কাজ চলাকালীন সিনা হাইডো কোম্পানির একটি রোলারের নিচে পড়ে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।