নিজস্ব প্রতিনিধি:- সিলেটের এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি এলাকাস্থ ন্যাশনাল টি-গার্ডেন এর সামন থেকে ৬৯০ বস্তা ভারতীয় চিনি ও ৬০ কেজি ভারতীয় জিরাসহ ৬টি ট্রাক জব্দ করা হয়। এসময় একজনকে আটক করা হয়।
৬ নভেম্বর বুধবার সকালে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ টহল ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসব পন্য জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে ০৫টি ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হলেও একটি ট্রাকের হেলপারকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তির নাম মোঃ হাসান (১৯), পিতা- মোঃ জমির হোসেন, সাং-নগদিপুর, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ বলে জানা যায়। আটককৃত পন্যের মুল্য ৪১,১৭,২০০ টাকা বলে জানা গেছে। এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামী ও অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং- ০৫ দায়ের করা হয়েছে।