বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ মিশন শুরু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পান অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এরপর বোলারদের নৈপুণ্যে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছে যুবা টাইগাররা।

শুক্রবার (২৯ নভেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে আজিজুল তামিম করেন সর্বোচ্চ ১৩৩ বলে ১০৩ রান। এছাড়া কালাম সিদ্দিকি করেন ১১০ বলে ৬৬ রান। আফগানদের পক্ষে আব্দুল আজিজ, নুরিস্তানি ওমরজাই ও খাতির স্টানিকজাই নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে উইকেট হারায় আফগানিস্তান। ১৯ বলে ৮ রান করে আউট হন উজাইরুল্লাহ নিজাই। এরপর মাহবুব খান ও ফয়সাল খান মিলে শুরু ধাক্কা সামাল দেন।

৪৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬৬ রানে ৫৩ বলে ১৬ রান করে ফিরে যান মাহবুব। তবে ক্রিজে আসা নাসির খানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ফয়সাল। ৫০ রানের জুটি গড়েন তারা।

সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ফয়সাল। তবে দলীয় ১১৬ রানে ৫৮ বলে ৫৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান।

৬০ বলে ৩৪ রান করে আউট হন নাসির খান। এরপর আর কোনো ব্যাটার সুবিধা করতে পারেননি।  ইকবাল হোসেন ইমন ও আল ফাহাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৭ ওভার ৫ বলে ১৮৩ রানে অলআউট হয় আফগানরা। ইকবাল ও ফাহাদ নেন ৩টি করে উইকেট।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!