সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

জাতীয় দলে আর ফিরছেন না তামিম!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- তাহলে ২০২৩ বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ওই ওয়ানডেই তামিম ইকবালের ‘শেষ’ হয়ে রইল! এরপর থেকে নানা কারণে জাতীয় দলের বাইরে আছেন তিনি। আর ফেরার সম্ভাবনাও নেই। বিষয়টা তামিম নিজেই জানিয়ে দিয়েছেন, যা প্রকাশ পেয়েছে আজ।

তামিম অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তার এই অবসরের খবর ফাঁস হয়েছে শহীদ আফ্রিদির এক ভ্লগে, যেখানে মোহাম্মদ নবীর আমন্ত্রণে তাদের হোটেলে গিয়েছিলেন আফ্রিদি। সে ভ্লগের এক পর্যায়ে নবীর কাছে অবসর পরিকল্পনা জিজ্ঞেস করেন তিনি। আফ্রিদির ওই প্রশ্নের জবাবে নবী ধোঁয়াশা রেখে দিলেও তামিম খোলাখুলি জানিয়ে দিলেন তিনি আর ফিরছেন না।
তামিমকে আফ্রিদি উর্দু ভাষায় জিজ্ঞেস করেন, ‘তামিম, আপনি তো অবসর নিয়ে ফেলেছেন, শেষ না?’ জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি জানিয়েছিলেন যে সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুজনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ‘অ্যাভেইলেবল’, যেহেতু দুজনেই অবসরের ঘোষণা দেননি। শুক্রবারও ফারুক একই ভিত্তি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে পাওয়ার চেষ্টার কথা জানান।
ঠিক এই সময় এসে তামিম অনানুষ্ঠানিক মাধ্যমে জানালেন নিজের অবসরের কথা। টি-টোয়েন্টি থেকে অবসরের কথা তিনি জানিয়ে দিয়েছিলেন ২০২১ সালে। তবে ওয়ানডে আর টেস্ট থেকে অবসরের ঘোষণা তিনি দেননি এতদিন।
সে কারণে বিসিবিও তাকে বিবেচনা করে আসছিল। এবার তামিমের এই বক্তব্যে নিশ্চয়ই সে অবস্থান থেকে সরে আসতে হবে নির্বাচকদেরকে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!