চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:- হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন বিতর্কিত সেই নুর আলম। রবিবার বিকেলে ওসি হিসেবে চুনারুঘাট থানায় যোগদান করেন মো: নুর আলম।
ওসি নুর আলম সুনামগঞ্জের শাল্লা থানায় দায়ীত্বরত থাকাবস্হায় ২০২১ সালের ১২ আগষ্ট সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম স্বাক্ষরিত তার কার্যালয়ের ৩৮৭/২০২১ নং আদেশে ওসি মো. নূর আলমকে ক্লোজড করে একই রেঞ্জের ডিআইজি’র কার্যালয়ে সংযুক্তির নির্দেশ দেয়া হয়।
অপরদিকে সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম স্বাক্ষরিত ৯৪৫/সি নং স্মারকে একই তারিখে ওই ওসিকে রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেটে যোগদানের জন্য শাল্লা থানার সিনিয়র এসআই (নিরস্ত্র) এর কাছে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে ছাড়পত্র গ্রহণের জন্য আদেশ দেয়া হয়।
ওসি নুর আলম সুনাগঞ্জের শাল্লায় সন্ত্রাসী হামলায় পুলিশের এসআই শাহ আলীকে হত্যাচেষ্টার ঘটনায় স্থানীয় ওসি নূর আলম ও হামলার হোতা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুর ফোনালাপ ফাঁসের ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ঐ ঘটনায় তাকে ক্লোজড করা হয়। জানা যায়, ঐ বছর তিনি ওসি হিসেবে ক্যারিয়ার শুরু করেন।