সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে জোর করে গৃহিনীর গবাদিপশু ও ছাগল নেওয়ার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- গোয়াইনঘাট  উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের কচুয়ারপার গ্রামে রোকসানা বেগম (৫৫) নামের এক গৃহিণীর বাড়িতে হামলা, জোর করে গবাদিপশু ও ছাগল নেওয়ার অভিযোগ করা হয়েছে।

গত শনিবার গোয়াইনঘাট থানায় এই অভিযোগ করেন গৃহিনী রোকসানা বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, গৃহিণী রোকসানা বেগমের  বাড়ি থেকে অন্তত দেড় লাখ  টাকার মালামাল ও গরু, ছাগল নিয়ে গেছে।
অভিযোগে তিনি বলেন, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে নয়টায় একই গ্রামের বিবাদী আব্দুল মতিন, আব্দুর রকিব, সাদই মিয়া গং তাকে ও তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে একাকী অবস্থায় দেখিতে পাইয়া অহেতুক নাম ধরিয়া অকথ্য ভাষায় গালি-গালাজসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার বাড়ির সামনের উঠান থেকে দুটি গরু ও ছয়টি ছাগল নিয়ে যায়।
দুটি গবাদি পশুর বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার এবং ছয়টি ছাগলের মূল্য ৩০ হাজার টাকা। তিনি এইগুলো উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হইয়া বিষয়টি এলাকার গন্যমাণ্য ব্যক্তিদেরকে অবহিত করে আইনের দ্বারস্থ হন।
এই ব্যাপারে জানতে চাইলে বিবাদী আব্দুল মতিন বলেন,আট বছর পূর্বে রোকসানা বেগমের পরিবারের সকলের অনুরোধে আমি তাহার ছেলেকে বিদেশ নিয়েছি। এপর্যন্ত তাদের কাছে আমার ৩ লক্ষ ৩০ হাজার টাকা পাওনা রয়েছে।
গ্রামে সালিশ বিচার দিয়ে টাকা আদায়ে মুরব্বিগন এবং আমি ব্যর্থ হই।পরিশেষে গ্রামের মুরব্বিগণ আমাকে বলেন,আইনের আশ্রয় নিতে। আমি সুযোগ পেয়ে একটি গরু নিয়ে এসেছি।এই ভেবে যে তবুও যদি তারা আমার টাকা দিতে বাধ্য হয়। কিন্তু তারা তা না করে আমার উপর উল্টো মিথ্যা অভিযোগ করছে।
কচুয়ারপার গ্রামের মুরুব্বী আব্দুল ওয়াহিদ বলেন, বিষয়টি নিয়ে আমরা গ্রামবাসী তিন থেকে চারবার সালিশে বসেছি। রোকসানার পরিবার আমাদের ডাকে আসে না। তখন আমরা বাধ্য হয়ে আব্দুল মতিন কে আইনের আশ্রয় নিতে বলেছি।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!