নিজস্ব প্রতিবেদক:- সোশ্যাল ইসলামী ব্যাংকের ভিসা কার্ড দিয়ে টাকা উত্তলন করা যাচ্ছেনা। যেখানে ভিসা কার্ড দিয়ে যে কোন ব্যাংক থেকে টাকা উত্তলন করার নিয়ম থাকলেও তাদের ভিসা কার্ড কোন কাজে আসছে না।
মঙ্গলবার রাতে এ খবর পাওয়া গেছে। সিলেটসহ সারা বাংলাদেশে তাদের ভিসা কার্ড কোন বুথ গ্রহন করছে না। স্হানীয় কায়েকজন জানান, দীর্ঘ ২ মাস থেকে তাদের কার্ড অকেজো হয়ে গেছে।
কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে তা লুকিয়ে রেখেছন। মঙ্গলবার রাতে সিলেট নগরীর প্রায় ৮/১০ ব্যাংকের বুথে খবর নিয়ে জানা যায়, সোশ্যাল ইসলামী ব্যাংকের ভিসা কার্ড় দিয়ে কোন টাকা উত্তলন করা যাচ্ছেনা। এদিকে তাদের সব কটি বুথ তালাবদ্ধ পাওয়া যায়। ডাচ বাংলা ব্যাংক দরগাগইটের বুথের দায়ীত্বে থাকা কর্মকর্তা জানান, সোশ্যাল ইসলামী ব্যাংকের ভিসা কার্ড বর্তমানে কোন ব্যাংকের বুথ গ্রহন করছে না।
ইসলামী ব্যাংক বন্দর বাজার শাখার বুথে থাকা সিকিউরিটি গার্ড জানান, এখন থেকে যে ব্যাংকের কার্ড তাকবে আপনি সেই ব্যাংকের নিজস্ব বুথে ব্যাবহার করতে হবে।
এদিকে এক্সিম ব্যাংক জিন্দাবাজার শাখার বুথের এক সিকিউরিটি গার্ড জানান, ন্যাশনাল ও সোশ্যাল ইসলামী ব্যাংকের অবস্হা বেশ ভালনা। প্রতিদিনই গ্রাহকরা আমাদের বুথ সহ অন্যান্য বুথে গিয়ে টাকা তুলতে পারছে না।
তবে সোশ্যাল ইসলামী ব্যাংকে তাদের চেকের মাধ্যমে লেনদেন চালু রয়েছে, তাও সীমিত করা হয়েছে লেনদেন। ১০ হাজার টাকার উপরে নগদ প্রদান করতে পারছেন না।
সোশ্যাল ইসলামী ব্যাংক সুত্রে জানা গেছে ব্যাংকটি এস আলম গ্রুপের মালিকানাধিন ছিল। বর্তমানে ব্যাংকের নতুন পর্ষদ গঠন করা হয়েছে খুব শিগগিরই এসব সমস্যার সমাধান হবে।