সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

এম এ আজীজ স্টেডিয়াম ১০ বছরের জন্য ফুটবলকে দিল মন্ত্রণালয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- চট্টগ্রামের এম এ আজীজ স্টেডিয়াম আগামী ১০ বছরের জন্য ফুটবল দেওয়ার কথা জানিয়েছেন ক্রীড়া উপেদষ্টা আসিফ মাহমুদ সজীব।

গতকাল ক্রীড়া উপদেষ্টা বঙ্গবন্ধু স্টেডিয়াম-সংলগ্ন উডেন ফ্লোরে আন্তর্জাতিক ব্যাডমিন্টনের পুরস্কার দিতে এবং হ্যান্ডবল মাঠে অনুষ্ঠানরত বিজয় দিবস কাবাডিতে গিয়েছিলেন।

তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে সানরাইজ ইউনেক্স সিরিজ ব্যাডমিন্টনে প্রধান অতিথি হয়ে এসে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘ফুটবলের জন্য বাফুফেকে ১০ বছরের জন্য এম এ আজীজ স্টেডিয়াম দেওয়া হয়েছে।

সেখানে সংস্কারকাজ করে ফুটবল খেলা হতে পারে।’ বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমাকে বলা হয়েছিল ডিসেম্বরের মধ্যেই এ স্টেডিয়ামের কাজ শেষ হবে। জানুয়ারি থেকে এখানেও খেলা শুরু করতে পারে।

ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্য নিয়ে ২৯ আগস্ট সার্চ কমিটি গঠন করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। কমিটির সুপারিশের ভিত্তিতে ১৪ নভেম্বর নয়টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন হয়। এরপর আর কোনো কমিটি গঠন করা হয়নি।

সার্চ কমিটি আরো কিছু ফেডারেশনের কমিটি গঠন করে তালিকা জমা দিলেও মন্ত্রণালয় ঘোষণা দেয়নি এখনো। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা ধাপে ধাপে ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি প্রকাশ করছি। বাকিগুলো প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে পরবর্তী ধাপগুলো দেখতে পাবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!