প্রথম সকাল ডেস্ক:- দীর্ঘদিন নির্বাচকের ভূমিকায় কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তবে সে দায়িত্ব থেকে কিছু দিন হলো সরে দাঁড়িয়েছিলেন হান্নান সরকার।
জানিয়েছিলেন কোচিংয়ে যোগ দেবেন। সে ভূমিকায় অবশেষে কাজ শুরু করছেন তিনি। আসছে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।
জাতীয় দল ও বয়সভিত্তিক ক্রিকেট মিলিয়ে প্রায় ৮ বছর ৮ মাস বিসিবির নির্বাচকের দায়িত্বে ছিলেন তিনি। তবে জাতীয় দলের নির্বাচকের দায়িত্বে মেয়াদ শেষের অনেক আগেই তিনি চাকরি থেকে অব্যাহতি নেন।
বিসিবি থেকে দায়িত্ব ছাড়ার সময়ই হান্নান ইঙ্গিত দিয়েছিলেন, তিনি কোচিং পেশায় যুক্ত হতে চান। এবার সেই ইঙ্গিত বাস্তবে পরিণত হলো। আসন্ন ডিপিএলে তাকে দেখা যাবে আবাহনীর ডাগআউটে, কোচের ভূমিকায়। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে থাকছেন তারেক আজিজ খান।
নির্বাচকের পদ ছেড়ে কোচিং পেশায় যাওয়ার সিদ্ধান্ত সম্পর্কে হান্নান বলেছিলেন, ‘আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছাড়ছি।
আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে কোচিংয়ে গেলে আমি যতটুকু উপকৃত হব, আমার থেকে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে।
তো আমার মনে হয়েছে যে এখনই (বিসিবির পদ) ছাড়ার সঠিক সময়। এখন মনে হচ্ছে যে লোকাল কোচদের ওপর বিসিবির আলাদা একটা নজর আছে এ কারণেই।
তিনি আরও জানান, ‘এই আলোচনাটা গত তিন মাস ধরে চলছিল বিসিবির সঙ্গে। এটা আমার একদিন বা দুই দিনের সিদ্ধান্ত না। এটা তিন মাস যাবৎ বিসিবির সঙ্গে কথা হচ্ছিল।
সবমিলিয়ে সামনে যেহেতু ডিপিএল আছে এখনই সঠিক সময় ছাড়ার। ডিপিএল দিয়ে শুরু করব কোচিং ক্যারিয়ার, সামনে বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে বা এসসিএল।