রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

আদালতে আনা হচ্ছে দস্তগীরকে : বাড়তি পুলিশ মোতায়েন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- জুলাই গণ-অভ্যুত্থানে দায়িত্ব পালন কালে সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যা মামলার এজাহারভূক্ত আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাওসার দস্তগীরকে আদালতে তোলা হবে আজ।

জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলের দিকে তাকে আদালতে আনা হতে পারে। যে কারণে আদালতে বাড়নো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শেরপুর থেকে দস্তগীরকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এদিকে দস্তগীরকে আদালতে তোলাকে কেন্দ্র করে আদালত পাড়ায় বেড়েছে সাধারণ মানুষের সংখ্যা। সার্বিক নিরাপত্তায় আদালতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর)।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম, উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় আরো ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!